পুঁজিবাজারবান্ধব মুদ্রানীতি আসছে

পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগের পরিবেশ সৃষ্টিতে সহায়ক করে চলতি অর্থবছরের প্রথম মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2014, 04:18 PM
Updated : 21 July 2014, 05:36 PM

আগামী ২৬ জুলাই ২০১৪-১৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ের মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক।

সোমবার দেশের ব্যাংকগুলোর নির্বাহীদের সঙ্গে সভা শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।

তিনি বলেন, “আগামী ২৬ জুলাই, শনিবার আগামী ছয় মাসের মুদ্রানীতি ঘোষণা করা হবে। ব্যাংকার্স সভায় সে বিষয়ে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কিছুটা ধারণা দেওয়া হয়েছে।”

এবারের মুদ্রানীতি পুঁজিবাজার ও বিনিয়োগবান্ধব করা হচ্ছে জানিয়ে ডেপুটি গভর্নর বলেন, “সামষ্টিক অর্থনীতি সম্পর্কে ব্যাংকারদের ধারণা দেওয়া হয়েছে। জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি ও বিনিময় হার ইত্যাদি সব বিষয়ে আমরা বলেছি।

“পুঁজি বাজারে স্থিতিশীলতা ও বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ানো আমাদের অর্থনীতির জন্য কতোটা দরকার সেটি সম্পর্কে বলা হয়েছে। আমরা সেটা চাইও।”

গভর্নর আতিউর রহমানও তার লিখিত বক্তব্যে মুদ্রানীতির ধরণ নিয়ে ইঙ্গিত দিয়েছেন।

মুল্যস্ফীতি, বিনিময় হার, জিডিপি প্রবৃদ্ধি এবং ব্যাপক মুদ্রা সরবরাহ নিয়েও কথা বলেন তিনি।