অর্থপাচারের তথ্য বিনিময়ে ভুটানের সঙ্গে সমঝোতা চুক্তি

অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন সংক্রান্ত তথ্য বিনিময়ে জন্য ভুটানে সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2014, 05:24 PM
Updated : 17 July 2014, 05:24 PM

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার চীনের ম্যাকাওতে ভুটানের রয়াল মানিটারি অথরিটির ডেপুটি গভর্নর এডেন ডেমা এবং বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের (বিএফআইইউ) দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান সমঝোতা স্মারকে সই করেন।

এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিংয়ের ১৭তম বার্ষিক সভায় অংশ নিতে বর্তমানে ম্যাকাওতে অবস্থান করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মাহফুজুর।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফেরদৌস খান, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এম এইচ সালাউদ্দিন, বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত ডিআইজি এস এম হাফিজুর রহমান, আইন মন্ত্রণালয়ের উপসচিব কাজী আরিফুজ্জামান, বিএফআইইউর মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।