দুই দিনের মধ্যে পৌঁছাতে হবে রেমিটেন্স

প্রবাসীদের পাঠানো অর্থ এখন থেকে দুই কর্মদিবসের মধ্যে প্রাপকদের কাছে পৌঁছে দিতে হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2014, 01:02 PM
Updated : 17 July 2014, 02:16 PM

এতোদিন ৭২ ঘণ্টার মধ্যে এই অর্থ পৌঁছে দেওয়ার নির্দেশনা ছিল।

রেমিটেন্স প্রবাহ বাড়াতে বৃহস্পতিবার নতুন এই নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বৈদেশিক মুদ্রার লেনদেনে নিয়োজিত সব ডিলার ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে সার্কুলারটি পাঠানো হয়েছে।

‘প্রবাসী রেমিটেন্সের অর্থ বেনিফিসিয়ারীর নিকট বিতরণ প্রসংগে’ শীর্ষক সার্কুলারে বলা হয়েছে, “রেমিটেন্স প্রবাহে গতিশীলতা আনয়নের লক্ষ্যে ড্রয়িং ব্যবস্থার আওতায় প্রাপ্ত প্রবাসী রেমিটেন্সের অর্থ বেনিফিসিয়ারী পর্যায়ে বিতরণের সময়সীমা ৭২ ঘণ্টার পরিবর্তে সর্বোচ্চ দুই কার্যদিবস পুনঃনির্ধারণ করা হলো।”

২০০৭ সালের ২৯ অক্টোবর জারি করা ‘বিদেশস্থ এক্সচেঞ্জ হাউজের সাথে বাংলাদেশস্থ ব্যাংকের ড্রয়িং ব্যবস্থা স্থাপন সংক্রান্ত সার্কুলার সংশোধন করে এ সার্কুলার জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০১৩-১৪ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা এক হাজার ৪২৩ কোটি (১৪ দশমিক ২৩ বিলিয়ন) ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের চেয়ে ১ দশমিক ৬২ শতাংশ কম।