চার পরিচালকও পেল বেসিক ব্যাংক

চেয়ারম্যানের পর বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদে চার জন পরিচালকও নিয়োগ দিয়েছে সরকার।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2014, 01:01 PM
Updated : 7 July 2014, 01:24 PM

সোমবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে নিয়োগের আদেশ দেয়া হয়।

নবনিযুক্ত চার পরিচালক হলেন- বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রায়হানা আনিস য়ুসুফ আলী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মামুন আল-রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মুজিব আহমেদ এবং হাসান মাহমুদ এফসিএ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদকে অধিকতর দক্ষ এবং পেশাভিত্তিক করার লক্ষ্যে এই চারজনকে তিন বছরের জন্য পরিচালক হিসেবে নিয়োগ করা হল।”

রোববার সরকার মালিকানাধীন এই ব্যাংকটিতে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয় কৃষি ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদকে, যিনি এক সময় এই ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

ঋণ নিয়ে অনিয়মের অভিযোগের মধ্যে শুক্রবার বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের বিতর্কিত চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু পদত্যাগ করেন।

এর পরপরই শনিবার রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত এই ব্যাংকের চেয়ারম্যান হিসাবে একজন খ্যাতিমান ব্যাংকারকে নিয়োগের আশ্বাস দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।