মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক দেড় কোটি ছাড়িয়েছে

দেশে মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহক সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে। একই সঙ্গে বেড়েছে এ পদ্ধতিতে অর্থ লেনদেনও।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 06:23 PM
Updated : 23 April 2014, 06:23 PM

বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের মার্চ মাস শেষে দেশে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেসের গ্রাহক সংখ্যা বেড়ে এক কোটি ৫০ লাখ ২৩ হাজার ৬০৪ জনে (১৫ দশমিক ০২ মিলিয়ন) দাঁড়িয়েছে, যা আগের মাসের চেয়ে প্রায় প্রায় চার লাখ বেশি।

মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস মোবাইল ব্যাংকিং নামেই বেশি পরিচিত বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে বলা হয়, মার্চে মোবাইল ব্যাংকিংয়ে মোট তিন কোটি ৩৩ লাখ ৬২ হাজার ১৩৫টি লেনদেন হয়েছে, যার পরিমাণ ছিল সাত হাজার ৮৪৯ কোটি ১২ লাখ টাকা।

বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ইনওয়ার্ড রেমিটেন্স, ক্যাশ ইন ট্রানজেকশন, ক্যাশ আউট ট্রানজেকশন, পি২পি ট্রানজেকশন, স্যালারি ডিজবার্সমেন্ট (বি২বি), ইউটিলিটি বিল পেমেন্ট (পি২বি) সেবা দেয়া হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্চ মাসে এসব লেনদেন আগের মাসের তুলনায় বেশি হয়েছে। ক্যাশ ইন এবং ক্যাশ আউট ট্রানজেকশনের প্রবৃদ্ধি ছিল সবচেয়ে বেশি।