এডিবির নতুন আবাসিক পরিচালক কাজুহিকো হিগুচি 

বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের নতুন আবাসিক পরিচালক হয়েছেন জাপানের নাগরিক কাজুহিকো হিগুচি।  

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2014, 03:16 PM
Updated : 17 April 2014, 03:16 PM

সোমবার থেকে তিনি বাংলাদেশে কাজ শুরু করবেন বলে বৃহস্পতিবার সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই পদে দায়িত্বরত তেরেসা খো গত ফেব্রুয়ারিতে ভারতে আবাসিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন।

এক বার্তায় নতুন পরিচালক কাজুহিকো বলেন, “আমি বাংলাদেশের মানুষের সঙ্গে কাজ করতে চাই। বাংলাদেশ খুব দ্রুত উন্নতি করছে। এডিবি তাদের জন্য সব ধরনের সহায়তাই অব্যাহত রাখবে, যাতে দেশটি সম্ভাবনা কাজে লাগাতে পারে।” 

১৯৮৮ সালে বহুজাতিক ঋণদাতা সংস্থা এডিবিতে যোগ দেন হিগুচি। পরিবহন, পানি সরবরাহ এবং নগরায়ণ প্রকল্পের বিষয়ে তার দক্ষতা রয়েছে। পাশাপাশি পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ক্রয় এবং অফিস ব্যবস্থাপনাতেও তিনি অভিজ্ঞ।  

বাংলাদেশের আগে ২০০৯ সাল থেকে তিনি উজবেকিস্তানে সংস্থার আবাসিক পরিচালক ছিলেন।

২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি সংস্থাটির দক্ষিণ এশিয়ার পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা বিভাগের প্রধান ছিলেন। বাংলাদেশ, ভারত, ভূটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলংকা তার আওতায় ছিল।

কাজুহিকো হিগুচি লন্ডনের লফবোরো বিশ্ববিদ্যালয় থেকে নির্মাণ ব্যবস্থাপনায় মাস্টার্স করেছেন। জাপানের টোকিও মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি নিয়েছেন তিনি।