অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে: মুহিত

বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তা অটুট রাখার ওপর জোর দিয়েছেন।

যুক্তরাষ্ট্র প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2014, 01:49 PM
Updated : 14 April 2014, 02:03 PM

রোববার ওয়াশিংটন ডিসির ওয়েস্টিন হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশের অর্থনীতি নিয়ে উচ্চাশা প্রকাশ করেন।

অর্থমন্ত্রী বলেন, “বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। একে অটুট রাখতে হবে যে কোনো মূল্যে।”

বিশ্ব ব্যাংকের সদ্য সমাপ্ত  স্প্রিং মিটিংয়ে বাংলাদেশ নিয়ে সব মহলে উচ্চাশা বেড়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে আন্তর্জাতিক সংস্থাগুলো আরো বেশি অর্থ দেয়ার মনোভাব দেখিয়েছে।

“আর এ অবস্থা তৈরি হয়েছে চলমান প্রকল্পের কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলায় এবং প্রায় প্রতিটি প্রকল্পে জবাবদিহিতা নিশ্চিত হওয়ায়।”

পদ্মাসেতু প্রকল্পে বিদেশি সহযোগিতার প্রয়োজন নেই জানালেও কেউ অর্থ দিতে চাইলে তা নিতে আপত্তি নেই বলে জানান তিনি।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়াকে অর্থনীতির শক্তির দিক হিসেবে দেখছেন মুহিত।

তিনি বলেন, “আসন্ন বাজেট পরনির্ভরশীল হবে না। ২ লাখ কোটি টাকারও অধিক অর্থের ওই বাজেটে মাত্র ১ দশমিক ৮ শতাংশ থাকবে বিদেশি অনুদান।”

অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, নির্বাহী সদস্য শাহানারা রহমান, ওয়াশিংটন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বাকি, ম্যারিল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান তাপস প্রমুখ।