সাত মাসে মোবাইল ব্যাংকিং গ্রাহক দ্বিগুণ

মাত্র সাত মাসে দেশে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ১ কোটি ১৫ লাখ ছাঁড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2013, 03:58 PM
Updated : 22 Dec 2013, 03:58 PM

রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

১৩ নভেম্বর এই সেবার গ্রাহক সংখ্যা ১ কোটি অতিক্রম করে। গত এপ্রিল মাসে এই সেবার গ্রাহক সংখ্যা ছিল ৫০ লাখ।

বাংলাদেশে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস বা মোবাইল ব্যাংকিং কার্যক্রম শুরু হয় ২০১০ সালে। এ পর্যন্ত ২৮টি ব্যাংককে এ সেবা দেয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ১৯টি ব্যাংক এ সেবা চালু করেছে।

সেবা দেয়ার ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকায় রয়েছে ব্র্যাক ব্যাংকের এর সহযোগী প্রতিষ্ঠান ’বিকাশ’ এবং ডাচ-বাংলা ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৩০ নভেম্বর পর্যন্ত মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৫ লাখ ৪৫ হাজার। অক্টোবর মাসের তুলনায় গ্রাহক বেড়েছে ১৫ দশমিক ৭০ শতাংশ। অক্টোবরে গ্রাহক সংখ্যা ছিল ৯৯ লাখ।

বাংলাদেশ ব্যাংক বলছে, মোবাইল ব্যাংকিং সেবার এজেন্টও বেড়েছে উল্লেখযোগ্য হারে।

নভেম্বর শেষে এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজারে। ওই মাসে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে মোট ৫ হাজার ৫৩৩ কোটি টাকা লেনদেন হয়েছে।