ঈদ-পূজা উপলক্ষে নতুন নোট

কোরবানির ঈদ ও দুর্গা পূজাকে সামনে রেখে বাজারে ২২ হাজার কোটি টাকা সরবরাহ করবে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2013, 02:45 PM
Updated : 18 Sept 2013, 03:05 PM

এরমধ্যে ১০ হাজার কোটি টাকার নতুন নোট এবং বাকি ১২ হাজার কোটি টাকার থাকবে পুরনো নোট।

রোববার থেকে বাংলাদেশ ব্যাংক নতুন এই নোট সরবরাহ শুরু করবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অফিসার মো. সাইফুল ইসলাম খান।

তিনি বলেন, “ধর্মীয় উৎসবে ছোট ছেলেমেয়েদের নতুন নোট উপহার দেয়ার রেওয়াজ অনেক আগে থেকেই চলে আসছে। এবার দুই ধর্মের বড় দুটি উৎসব প্রায় কাছাকাছি সময়ে পড়ে গেছে। এই দুটি উৎসবকে সামনে নতুন নোট সরবরাহ করবে বাংলাদেশ ব্যাংক।”

২, ৫, ১০, ২০ ও ৫০ টাকার নোট কম ছাড়া হচ্ছে। বেশিরভাগই থাকবে ১০০, ৫০০ এবং ১০০০ টাকার। ছোট নোটগুলো সপ্তাহের শেষ দিক থেকে ছাড়া হবে বলে জানান সাইফুল ইসলাম।

এর আগে রোজার ঈদে প্রায় ১৭ হাজার কোটি টাকার নতুন নোট সরবরাহ করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন শাখা থেকে এসব নোট ছাড়া হয়।