নৌযানের অবস্থান জানতে ট্র্যাকিং সিস্টেম

ফেরি, স্টিমারের মতো নৌযানের অবস্থান নির্ণয়ে ভেসেল ট্র্যাকিং সিস্টেম চালু করেছে গ্রামীণফোন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2013, 07:45 AM
Updated : 22 May 2013, 08:08 AM

বুধবার গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।

গ্রাশীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ব্যবস্থার মাধ্যমে বিআইডব্লিউটিসি তাদের ফেরি, স্টিমারের মতো জলযানের অবস্থান জানতে পারবে।

অনুষ্ঠানে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মজিবর রহমান, গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার অ্যালান বনকে এবং চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার অ্যালান বনকে বলেন, এই ট্র্যাকিং ব্যবস্থা কেবল বিআইডব্লিউটিসির কার্যদক্ষতা বৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করবে না, প্রাকৃতিক দুর্যোগের মত সংকটময় পরিস্থিতি মোকাবেলায় সাহায্য করবে।