গোল্ডস্টাইনের দায়িত্বে আসছেন সালমান

বাংলাদেশে দায়িত্বের মেয়াদ শেষে চলতি মাসেই চলে যাচ্ছেন বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি এলেন গোল্ডস্টাইন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2013, 11:39 PM
Updated : 19 Jan 2013, 06:28 AM

ফেব্রুয়ারি থেকে ঢাকায় তার দায়িত্ব পালন করতে আসছেন সালমান জহির।

তবে তিনি ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধির দায়িত্ব পালন করবেন বলে শনিবার বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভারতীয় নাগরিক সালমান বর্তমানে সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের কর্মসূচি পরিচালকের দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় নতুন আবাসিক প্রতিনিধি নিয়োগ না দেয়া পর্যন্ত সালমানই ওই দায়িত্ব পালন করবেন।

বিশ্ব ব্যাংক প্যানেল ১৪ অক্টোবর আসছে

পদ্মা সেতু প্রকল্প নিয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে সরকারের টানাপোড়েনের মধ্যে বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছেন গোল্ডস্টাইন।

তার দায়িত্ব পালেনের সময়ের একটি বড় সময় যায় এই নিয়ে।

সালমান জহির এর আগে দক্ষিণ এশিয়া জ্বালানি কর্মসূচি খাতের ব্যবস্থাপক হিসেবে কাছ করেছেন।

বিশ্ব ব্যাংকে তার কাজের প্রধান ক্ষেত্র হল- জ্বালানি খাত (বিদ্যুৎ, তেল ও গ্যাস)। ভারতে নগর অঞ্চলে পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নেও কাজ করেছেন তিনি।

বিশ্বব্যাংকে যোগ দেয়ার আগে তিনি এক যুগ ধরে কাজ করেছেন যুক্তরাষ্ট্রের কেমিক্যাল ও পেট্রোকেমিকেল খাতে। আর আন্তর্জাতিকভাবে ব্যবসায় উন্নয়ন, নির্মাণ, গবেষণা ও কারিগরি সেবা খাতেও কাজ করেছেন তিনি।

সালমান দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাষ্ট্র থেকে ব্যবসায় প্রসাশন ও অর্থনীতি/আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন।