মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে জমি পেল বসুন্ধরা গ্রুপ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বসুন্ধরা ইন্ডাসট্রিয়াল ইকোনমিক জোনকে ৫০০ একর জমি বরাদ্দ দিয়ে চুক্তি করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2017, 03:21 PM
Updated : 25 Sept 2017, 03:21 PM

সোমবার কারওয়ান বাজারে বেজার নতুন কার্যালয়ে এই চুক্তি হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

বেজার পক্ষে এর নির্বাহী সদস্য (বিনিয়োগ ও উন্নয়ন) মো. হারুনুর রশিদ ও বসুন্ধরার পক্ষে বসুন্ধরা ইন্ডাসট্রিয়াল ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান চুক্তিতে স্বাক্ষর করেন।

গত ২৪ জুলাই বেজা ও বসুন্ধরা ইন্ডাসট্রিয়াল ইকোনমিক জোনের মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছিল।

অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, সরকারের অর্থনৈতিক অঞ্চল কার্যক্রমের মাধ্যমে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় করে দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের ও ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বসুন্ধরা গ্রুপ প্রায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে একটি অত্যাধুনিক পাল্প, পেপার অ্যান্ড বোর্ড মিল স্থাপন করবে, যার মাধ্যমে প্রায় ১০ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে বলে জানিয়েছে বেজা।