অর্থমন্ত্রীর সঙ্গে ইউএনডিআইও মহাপরিচালকের সাক্ষাৎ

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাতিসংঘের বিভিন্ন সংস্থার সহযোগিতা আরও বাড়বে বলে আশাপ্রকাশ করেছেন জাতিসংঘ শিল্প উন্নয়ন বিষয়ক সংস্থার (ইউএনডিআইও) মহাপরিচালক লি ইয়ং।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2017, 02:36 PM
Updated : 6 Sept 2017, 02:36 PM

বুধবার রাজধানীর ঢাকা ক্লাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাতের সময় লি ইয়ং আজ এ আশার কথা শোনান বলে অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন, যার মধ্যে বাংলাদেশে শিল্পায়ন ও অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন বিষয় স্থান পায়।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করে ইউএনডিআইও মহাপরিচালক বলেন, তিনি বাংলাদেশের যে কোনো উন্নয়নে পাশে থাকতে চান।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাতিসংঘ অন্যতম অংশীদার। জাতিসংঘ বিভিন্ন সংস্থার মাধ্যমে বাংলাদেশে এ উন্নয়ন সহযোগিতা করে থাকে।