নৌখাতের উন্নয়নে সব সহযোগিতার আশ্বাস আইএমওর

বাংলাদেশের নৌ পরিবহন খাতের উন্নয়নে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন-আইএমও সব ধরনের সহযোগিতা দেবে বলে আশ্বাস দিয়েছেন প্রতিষ্ঠানটির সেক্রেটারি জেনারেল কিতাক লিম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2017, 10:46 AM
Updated : 29 August 2017, 10:46 AM

মঙ্গলবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে আইএমও সেক্রেটারি জেনারেল এ আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশ আইএমওর গুরুত্বপূর্ণ সদস্য। নৌ পরিবহন খাতে বাংলাদেশের সম্ভাবনা খুবই উজ্জ্বল। বাংলাদেশের এই সম্ভাবনাকে কাজে লাগাতে আইএমও সম্ভাব্য সকল সহযোগিতা দিয়ে যাবে।”

তিনি বাংলাদেশের মেরিন ট্রেনিং একাডেমি ও জাহাজ নির্মাণ শিল্পের অগ্রগতিরও প্রশংসা করেন।

প্রেস সচিব জানান, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ ও বহির্বিশ্বে চলাচল উপযোগী উন্নতমানের জাহান নির্মাণ করে। এছাড়া বাংলাদেশে প্রশিক্ষণপ্রাপ্ত যথেষ্ট নাবিক রয়েছে।

আবদুল হামিদ বৈদেশিক জাহাজে এসব নাবিকদের কর্মসংস্থান এবং বাংলাদেশের নৌ পরিবহন খাতের সার্বিক উন্নয়নে আইএমওর সহযোগিতা কামনা করেন।