৪ বছরে ৩৬ লাখ দক্ষ শ্রমিকের চাহিদা দাঁড়াবে পোশাক শিল্পে

বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে দক্ষ শ্রমিকের চাহিদার বিষয়টি উঠে এসেছে এক সমীক্ষা প্রতিবেদনে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 01:28 PM
Updated : 23 July 2017, 03:36 PM

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যৌথভাবে চালানো এই সমীক্ষায় বলা হয়েছে, আগামী ২০২১ সাল নাগাদ পোশাক শিল্পে প্রায় ৩৬ লাখ দক্ষ শ্রমিকের চাহিদা হবে।

বাংলাদেশের অর্থনীতির পরিসর বাড়ার সঙ্গে তাল মিলিয়ে আগামী ২০২০ সাল নাগাদ শ্রমবাজারে বিভিন্ন খাতে ৭ কোটি ৩১ লাখ দক্ষ শ্রমিকের প্রয়োজন হবে বলেও এই সমীক্ষায় উঠে আসে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোববার সচিবালয়ে ‘লেবার মার্কেট অ্যান্ড স্কিল গ্যাপ ইন বাংলাদেশ (ম্যাক্রো ও মাইক্রো লেভেল স্টাডি)’ শীর্ষক সমীক্ষা প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

ফাইল ছবি: আসাদুজ্জামান প্রামানিক

দেশের সার্বিক উন্নয়নে কোন খাতে কী পরিমাণ দক্ষ শ্রমিকের অভাব রয়েছে, তা জেনে পরিকল্পনা গ্রহণে এই ধরনের সমীক্ষার গুরুত্ব তুলে ধরেন অর্থমন্ত্রী।

সমীক্ষায় বলা হয়েছে, তৈরি পোশাক খাতের পরই সবচেয়ে বেশি কৃষিখাদ্য খাতে দক্ষ শ্রমিকের প্রয়োজন হবে, এর  পরিমাণ প্রায় ৩০ লাখ।

এছাড়া স্বাস্থ্য সেবা, হাসপাতাল ও ট্যুরিজম, বস্ত্র, চামড়া, তথ্য প্রযুক্তি, নির্মাণ, হালকা প্রকৌশল, জাহাজ নির্মাণ ও বৈদেশিক কর্মসংস্থান খাতে উল্লেখযোগ্য পরিমাণ দক্ষ শ্রমিকের প্রয়োজন হবে।

মুহিত বলেন, “দেশের উন্নয়নে দক্ষ শ্রমিক তৈরিতে প্রশিক্ষণ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। শুধু বিদেশে শ্রমিক পাঠানো নয়, দেশের চাহিদায় দক্ষ শ্রমিকের প্রয়োজন রয়েছে।”

জাহাজ নির্মাণ খাতে দক্ষ শ্রমিকের ঘাটতি থাকায় এ খাতে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার কথা জানান মুহিত।