বিনিয়োগ কমেনি, বরং বেড়েছে: মন্ত্রী

বিনিয়োগ নিয়ে হতাশার কোনো কারণ নেই বলে মনে করছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2017, 07:44 PM
Updated : 19 June 2017, 07:44 PM

বিনিয়োগ বেড়েছে বলে সোমবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন তিনি।

মুস্তফা কামাল বলেন, “সম্প্রতি এক আলোচনা সভায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বিনিয়োগ কমছে বলে যে দাবি করেছে, তা ঠিক নয়। বিনিয়োগ বরং বাড়ছে।”

তিনি বলেন, ২০১৪-১৫ অর্থবছরে বিনিয়োগ হয়েছে জিডিপির ২৮ দশমিক ৮৯ ভাগ, ২০১৫-১৬ অর্থবছরে ২৯ দশমিক ৬৫ ভাগ এবং ২০১৬-১৭ অর্থবছরে ৩০ দশমিক ২৭ ভাগ।

“আওয়ামী লীগ আমলে গত আট বছরে সরকারি ও বেসরকারি বিনিয়োগ একদিনের জন্য নিম্মমুখী হতে দেখিনি।”

কর্মসংস্থান নিয়েও একই কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

“বর্তমানে যেসব বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, সেখানে তো এখন কর্মসংস্থান হবে না। প্রকল্প বাস্তবায়ন হওয়ার পর কর্মসংস্থান হবে।”

প্রতিবছর ২০ লাখ মানুষ শ্রম বাজারে আসে জানিয়ে তিনি বলেন, “গত ৫ বছর প্রায় ১ কোটি কর্মসংস্থান হয়েছে। চলতি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদে আশা করছি ১ কোটি ২৯ লাখ কর্মসংস্থান হবে।”

তবে বড় প্রকল্পগেুলোতে বাস্তবায়নে পিছিয়ে থাকার কথা স্বীকারি করে এজন্য গত বছরের গুলশান হামলাকে কারণ দেখান মুস্তফা কামাল।

“হলি আর্টিজানে জঙ্গি হামলার কারণে অনেক প্রকল্প থেকে বিদেশিরা চলে গিয়েছিল। তাই আমরা প্রায় ৮ মাস মতো পিছিয়ে যাই। তবে সেসব বিদেশিরা এখন ফিরে এসেছে। আশা করছি সবকিছু স্বাভাবিক থাকলে আগামী অর্থবছর মেগা প্রকল্পগুলো দৃশ্যমান হবে।”

ভ্যাট আইন এবং ব্যাংক আমানতে আবগারি শুল্ক নিয়ে জনগণকে উৎকণ্ঠিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

“প্রধানমন্ত্রী এমন কিছু করবেন না, যাতে মানুষ কষ্ট পায়। সরকারের চারিত্রিক বৈশিষ্ট্য মানুষের সেবা করা, মানুষকে কষ্ট দেওয়া নয়।”

সংবাদ সম্মেরনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা  সচিব জিয়াউল ইসলামসহ পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুস্তফা কামাল জানান, আপৎকালীন সময়ে চাল আমদানিতে সরকার আমদানি শুল্ক বাতিলের কথা ভাবছে।

বাজারে চালের দাম বৃদ্ধির জন্য মিল মালিকদের দায়ী করেন তিনি।

“তারা বেশি মজুদ করে বাজারে কম ছাড়ছে।”

পরিস্থিতি মোকাবেলায় শিগগিরই ৫২ হাজার মেট্রিক টন আমদানিকৃত চাল বাংলাদেশে পৌঁছাবে বলে জানান তিনি।