ডিজিটাল সেন্টার থেকে মিলবে রাজস্ব সংক্রান্ত সেবা

ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনে অবস্থিত ডিজিটাল সেন্টার থেকে রাজস্ব সেবা দিতে চুক্তিবদ্ধ হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও প্রধানমন্ত্রী কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2017, 03:33 PM
Updated : 11 June 2017, 03:33 PM

রোববার প্রধানমন্ত্রী কার্যালয়ের এসএসএফ ব্রিফিং কক্ষে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়।

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার সমঝোতা স্মারকে সই করেন।

এটুআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজস্ব বোর্ডের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ই-টিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন, বিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন এবং গ্রাহক সম্পর্কিত অনলাইন সেবা ডিজিটাল সেন্টার থেকে দেওয়া হবে এই উদ্যোগে।

এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় সহজে সেবা পৌঁছানো সম্ভব হওয়ার কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা সেবাপ্রদানের বিপরীতে আকর্ষণীয় কমিশন লাভ করবে, যা তাদের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ও ডিজিটাল সেন্টার টেকসই হওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।