মোবাইল ব্যাংকিং নিয়ে জাতিসংঘে বক্তব্য দেবেন আতিউর

জাতিসংঘে মোবাইল ব্যাংকিং বিষয়ে বক্তব্য দেবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2017, 03:29 PM
Updated : 11 June 2017, 03:29 PM

তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সদর দপ্তরের কর্মকর্তাদের কাছে মোবাইল ব্যাংকিং বিষয়ে তার ‘বাস্তব অভিজ্ঞতালব্ধ’ মতামত তুলে ধরবেন বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘টেকসই অবকাঠামোর জন্য অর্থায়ন’ বিষয়ে তিনদিনের বিশেষ বৈঠকে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কের পথে আছেন জাতিসংঘ পরিবেশ কর্মসূচির সাবেক পরামর্শক পর্ষদ সদস্য আতিউর।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পিটার টমসন তাকে আমন্ত্রণ জানিয়েছেন।

এই বিশেষ বৈঠক শেষে ইউএনডিপির সদর দপ্তরে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অফিসের কর্মকর্তা ও বিশেষজ্ঞদের উদ্দেশ্যে ‘আর্থিক অন্তর্ভুক্তি ও মোবাইল আর্থিক সেবার ভূমিকা’ বিষয়ে বক্তব্য রাখবেন আতিউর।

‘টেকসই অবকাঠামো উন্নয়নে নয়া আর্থিক অংশীদারিত্ব ত্বরান্বিতকরণ’ বিষয়ে এই বিশেষ সভায় মোবাইল ব্যাংকিং সম্পর্কে তার অভিজ্ঞতা ও মতামত তুলে ধরবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর।