ইসলামী ব্যাংকিং ‘হচ্ছে না’

বাংলাদেশে ইসলামী ব্যাংকিং চালু থাকলেও তা কেবল নামেই বলে মন্তব্য এসেছে একটি কর্মশালা থেকে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2017, 12:43 PM
Updated : 8 June 2017, 12:43 PM

বৃহস্পতিবার মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) বাংলাদেশের ব্যাংকগুলোতে ইসলামী ব্যাংকিং পরিচালনা নিয়ে ওই কর্মশালা হয়।

এতে প্রধান আলোচক ইসলামী ব্যাংকিংয়ের পরামর্শক এম আজিজুল হক বলেন, এদেশে ইসলামী ব্যাংকিং মূল লক্ষ্য অর্জন করতে পারেনি বলে তার সুফল মানুষ পাচ্ছে না।

আজিজুল হক ১০টি ব্যাংকের শরিয়া বোর্ডের সঙ্গে যুক্ত; তার মধ্যে পাঁচটির শরিয়া বোর্ডে তিনি চেয়ারম্যান।

তিনি বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশে ট্রাডিশনাল ব্যাংকিং ব্যবস্থার মতো কাজ করছে।

বিষয়টি ব্যাখ্যা করে আজিজুল বলেন, “ট্রাডিশনাল ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংক মধ্যবিত্তের কাছ থেকে টাকা সংগ্রহ করে এবং ব্যবসায়ীদের সরবরাহ করে, সাধারণত এই ব্যবসায়ীরা উচ্চবিত্ত।

“কিন্তু ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে যাদের কাছে বেশি সম্পদ তাদের কাছ থেকে বেশি লাভ করে যাদের সম্পদ কম তাদেরকে কম মুনাফায় সেবা দেওয়া। সঠিক নিয়ম মেনে চললে ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় ব্যবসার মালিক হবে যে ব্যাংকে টাকা রাখবে সে। যে টাকা নিয়ে ব্যবসা করবে সে নয়।”

ইসলামী ব্যাংকিং এর সুফল পেতে হলে আইন সংস্কারের সুপারিশ করতে হবে বলে মত দেন তিনি।

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশের ব্যাংকিংয়ের ২০ শতাংশ দখল করে আছে ইসলামী ব্যাংকিং।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিআইবিএম মহা পরিচালক তৌফিক আহমেদ চৌধুরী।