নৌ-মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে ৬৭৭ কোটি

নৌপরিবহন মন্ত্রণালয়ের জন্য নতুন অর্থবছরে যে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে তা চলতি অর্থবছরের বরাদ্দের চেয়ে ৬৭৭ কোটি টাকা বেশি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2017, 12:02 PM
Updated : 1 June 2017, 12:02 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্রস্তাবিত বাজেটে নৌপরিবহন মন্ত্রণালয়ের জন্য দুই হাজার ৭৩২ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে, যা ২০১৬-১৭ অর্থবছরের বরাদ্দের চেয়ে ৬৭৭ কোটি টাকা এবং সংশোধিত বাজেটের চেয়ে ৫০২ কোটি টাকা বেশি।

বিদায়ী অর্থবছরের বাজেটে এ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল দুই হাজার ৫৫ কোটি টাকা, সংশোধিত বাজেটে যা বেড়ে দাঁড়ায় দুই হাজার ২৩০ কোটি টাকা।