২০১৮ সালের মধ্যে সব শিল্প কারখানায় গ্যাস

আগামী বছরের মধ্যে সব শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহে সরকার সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2017, 11:57 AM
Updated : 1 June 2017, 11:57 AM

বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, “দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানোর লক্ষ্যে স্বল্পতম সময়ের মধ্যে এলএনজি আমদানির কার্যক্রম চলমান আছে।

“মহেশখালীতে বিল্ড ওন অপারেট ট্রান্সফার পদ্ধতিতে একটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রি-গ্যাসিফিকেশন ইউনিটভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য ইতোমধ্যে টার্মিনাল ইউজ এগ্রিমেন্ট ও ইম্পিমেন্টেশন এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। আশা করছি ২০১৮ সালের শেষ নাগাদ সকল শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহে আমরা সক্ষম হব।”

২০০৯ সালের জানুয়ারিতে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৪ হাজার ৯৪২ মেগাওয়াট ছিল জানিয়ে মুহিত বলেন, ইতোমধ্যে তা ১৫ হাজার ৩৭৯ মেগাওয়াটে উন্নীত হয়েছে।

“একই সময়ে বিদ্যুতের বিতরণ লস ১৫ দশমিক ৬ শতাংশ থেকে ৯ দশমিক ৩ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে।”