৭.৪% প্রবৃদ্ধির আশা

সাত দশমিক চার শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, যাতে রাজস্ব আদায় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2017, 08:26 AM
Updated : 1 June 2017, 08:42 AM

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জন্য চার লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন মুহিত।

রাজস্ব আয়, বিনিয়োগ ও বৈদেশিক সাহায্য বৃদ্ধি, রপ্তানি আয় ও প্রবাসী আয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের আশা করে প্রবৃদ্ধির এই লক্ষ্যমাত্রা ধরেছেন তিনি।

জনগণের কর্মোদ্যম এবং কৃষক ও শ্রমিকের কাজের প্রতি আগ্রহ দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা বিঘ্নিত হবে দেবে না বলেও আশা করছেন মুহিত।   

চলতি (২০১৬-১৭) বাজেটে ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল; নয় মাসের প্রাক্কলন অনুযায়ী ৭ দশমিক ২৪ শতাংশ অর্জিত হওয়ার কথা সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে।

তার আগের বছরে (২০১৫-১৬) জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছিল ৭ শতাংশ। অর্জিত হয় ৭ দশমিক ১১ শতাংশ।

বিদায়ী ২০১৬-১৭ অর্থবছরে মূল বাজেটের আকার ছিল ৩ লাখ ৪০হাজার ৬০৫ কোটি টাকা। কাটছাঁটের পর সংশোধিত বাজেট দাঁড়ায় ৩ লাখ ১৭ হাজার কোটি টাকা।