ভ্যাটের অজুহাতে পণ্যের দাম বৃদ্ধি নিয়ে সতর্ক করলো এনবিআর

আগামী অর্থবছর থেকে কার্যকর হওয়ার অপেক্ষায় থাকা ভ্যাট আইনের অজুহাত দেখিয়ে ব্যবসায়ীরা যাতে পণ্যের দাম বাড়াতে না পারে সে বিষয়ে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2017, 04:20 PM
Updated : 20 May 2017, 07:46 PM

শনিবার ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ নিয়ে বিভিন্ন গণমাধ্যমের বাণিজ্য বিষয়ক সম্পাদকদের সঙ্গে আলোচনা সভায় এনবিআর সদস্য (মূসক নীতি) জাহাঙ্গীর হোসেন এই সতর্কবার্তা দেন।

তিনি বলেন, “তারা (ব্যবসায়ীরা) মূল্যবৃদ্ধির উপলক্ষ্য খোঁজেন। ঈদ ও রোজাসহ বিভিন্ন উৎসবে পণ্যের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা।

“ভ্যাটের কারণে বিদ্যুতের দামের পরিবর্তন হবে না। সরকার যদি বিদ্যুতে ভর্তুকি কমিয়ে দেয় তবেই দামে প্রভাব পড়তে পারে।”

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ আলোচনা সভা হয়।

নতুন ভ্যাট আইনের ফলে পণ্যের দাম বাড়বে না বলে এনবিআরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়।

নতুন আইনে মূল্যস্ফীতি বাড়বে কি না- এমন প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর হোসেন বলেন, “সার্বিক মূল্যস্ফীতি বাড়বে না। তবে শুধু স্টিল বা লৌহ পণ্যের দাম বাড়তে পারে।

“এখন প্রতি টনে ৯০০ টাকা ভ্যাট দিতে হয়। নতুন আইনে বর্তমান বাজারদর ৫০ হাজার টন প্রতি ধরলে ৯ হাজার টাকা ভ্যাট দিতে হবে।”

সার্বিক মূল্যস্ফীতির হিসাবে এটি তেমন একটা প্রভাব ফেলতে পারবে না বলে মনে করেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, এনবিআরের আইসিটি বিভাগের সহায়তায় একটি মোবাইল অ্যাপ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। ওই অ্যাপ দিয়ে ভ্যাট আইনে কী হচ্ছে, তা সারা দেশের মানুষ জানতে পারবে।

তিনি বলেন, “আমরা সবাই মিলে নতুন আইনের সার্বিক বিষয় বুঝলে কেউ এ আইনের অপব্যবহার করতে পারবে না। জনগণকে নতুন আইনের বিষয়ে তথ্য দিলে জনগণ সচেতন হবে।”