শিল্প করিডোর নিয়ে আন্তঃমন্ত্রণালয় আলোচনায় বিডা

পণ্য পরিবহনের সুবিধায় মহাসড়কের দুই পাশে শিল্প করিডোর স্থাপনের বিধিমালার খসড়া চূড়ান্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2017, 11:09 AM
Updated : 8 May 2017, 03:15 PM

সোমবার বিডা কার্যালয়ে সংস্থার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলামের সভাপতিত্বে এই বৈঠক হয়।

বৈঠকে কাজী আমিনুল বলেন, গত নভেম্বরে বিডার প্রথম বোর্ড মিটিংয়ে শিল্প করিডোর বিধিমালা নিয়ে প্রাথমিক আলোচনা হয়। পরবর্তী বোর্ড মিটিংয়ে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশে প্রাথমিকভাবে পায়রা ও বেনাপোল বন্দর থেকে ঢাকা পর্যন্ত মহাসড়কের দুই ধারে শিল্প করিডোর স্থাপনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিডা। ভবিষ্যতে আন্তঃদেশীয় মহাসড়কের দুই পাশও এই করিডোরের অন্তর্ভূক্ত হবে।

ইতোমধ্যেই মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ ও সংশ্লিষ্ট জেলাগুলোর ডিসিদের কাছে ভূমির সংরক্ষণ বিষয়ক চিঠি গেছে বলেও বৈঠকে উল্লেখ করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। 

আমিনুল বলেন, “বাংলাদেশে এই শিল্প করিডোরে ধারনা এসেছে প্রধানমন্ত্রীর নির্দেশনা থেকে। প্রাথমিকভাবে পায়রা ও বেনাপোল বন্দর থেকে এই শিল্প করিডোরটাকে ঢাকা পর্যন্ত নিয়ে আসব। তবে আঞ্চলিক করিডোরের পরিকল্পনা রয়েছে যেখানে বাংলাদেশ ভারত মিয়ানমার ও চীন সংযুক্ত হবে। চীনের কুনমিং পর্যন্ত সম্প্রসারিত হবে।”

বৈঠকে প্রস্তাবিত বিধিমালা নিয়ে শিল্প মন্ত্রণালয়, বিসিক, বেজা ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থনীতিবিদদের সুপারিশ তুলে ধরেন বিডার আইন শাখার উপ পরিচালক গাজী একেএম ফজলুল হক।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, পরিকল্পিত এসব শিল্পাঞ্চল স্থাপনের উদ্দেশ্য হচ্ছে শিল্পায়নের ফলে যাতে ব্যাপকহারে কৃষি জমি নষ্ট না হয়। পাশাপাশি শিল্পের মালিকরাও যাতে যাবতীয় অবকাঠামো সুবিধা পায়।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোজাহেদ হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মো. আব্দুল হামিদ, বিসিকের সহকারী মহাব্যবস্থাপক নূরুল আলম, বেপজার উপ-ব্যবস্থাপক মুহাম্মদ নাজমুল আলম, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইয়াসমিন সুলতানা, বেজার ব্যবস্থাপক সালেহ আহমেদ, বিডার নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মণ্ডল, মো. আলতাফ হোসেন, পরিচালক তৌহিদুর রহমান খানসহ অন্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।