২০১৪ সালে বাংলাদেশ থেকে পাচার ৮৯৭ কোটি ডলার: জিএফআই

২০১৪ সালে বাংলাদেশ থেকে ৮৯৭ কোটি ডলার (৭০ হাজার কোটি টাকার বেশি) পাচার হয়েছে বলে গ্লোবাল ফাইনানশিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) এক প্রতিবেদনে বলা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2017, 08:31 PM
Updated : 3 May 2017, 09:45 AM

ওয়াশিংটনভিত্তিক এই গবেষণা ও পরামর্শক সংস্থা বলছে, ২০০৫ থেকে ২০১৪ সাল- এই ১০ বছরে বাংলাদেশ এ প্রক্রিয়ায় ৭৫ বিলিয়ন ডলার হারিয়েছে। বৈদেশিক বাণিজ্যে মিথ্যা তথ্য দিয়ে ও অন্যান্য অবৈধ পথে এই অর্থ পাচার করা হয়েছে।

সোমবার প্রকাশিত ‘ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লোজ টু অ্যান্ড ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ: ২০০৫-২০১৪’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে জিএফআই।

প্রতিবেদনে বিশ্বের উন্নয়নশীল দেশগুলো থেকে এক দশকে অর্থপাচারের তথ্য তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়, ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে বাংলাদেশ থেকে অর্থ পাচার ১০ দশমিক ৬৫ শতাংশ কমেছে।

দশম সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপের ওই বছরে বাংলাদেশ থেকে মোট পাচার হয়েছিল ৯ দশমিক ৬৬ বিলিয়ন ডলার (৯৬৬ কোটি)। ২০১২ সালে এর পরিমাণ ছিল ৭২২ কোটি ৫০ লাখ ডলার।

জিএফআই বলছে, উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলো থেকে অবৈধ অর্থপাচার একইভাবে অব্যাহত রয়েছে, ২০১৪ সালে পাচার হওয়া অর্থের পরিমাণ প্রায় ১ ট্রিলিয়ন ডলার।

এই বছর উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হওয়া অবৈধ অর্থের পরিমাণ দেশগুলোর মোট বাণিজ্যের ৪ দশমিক ২ থেকে ৬ দশমিক ৬ শতাংশ।