ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নাম পরিবর্তন

অর্থ মন্ত্রণালয়ের ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান’ বিভাগের নাম পরিবর্তন করে শুধু ‘আর্থিক প্রতিষ্ঠান’ রেখেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2017, 07:44 AM
Updated : 30 April 2017, 07:44 AM

রুলস অব বিজনেসে প্রদত্ত ক্ষমতাবলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিভাগের নতুন নামকরণ করেছেন বলে রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে জানানো হয়েছে।

২০১৫ সালের ২ এপ্রিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তৎকালীন সচিব এম আসলাম আলম বলেছিলেন, “আমাদের বিভাগের ভিশন- আর্থিক বাজার ও আর্থিক সেবাব্যবস্থা শক্তিশালী করা। এই ভিশনে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা, পুঁজিবাজার ও ক্ষুদ্রঋণ সবই আছে। কিন্তু আমাদের বিভাগের নামে তার প্রতিফলন নেই।

“এজন্য আমরা বিভাগের নাম পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করেছি। তবে বীমা শব্দটি যোগ করছি না, ব্যাংক শব্দটি বাদ দিচ্ছি। সম্ভবত ‘আর্থিক প্রতিষ্ঠান বিভাগ’ করা হচ্ছে।”

বীমা কোম্পানির প্রতিনিধিরা দীর্ঘ দিন ধরেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নামের সঙ্গে ‘বীমা’ শব্দটি যোগ করার দাবি জানিয়ে আসছিলেন।