বকেয়া কর পরিশোধে উদ্বুদ্ধ করতে হালখাতা করছে এনবিআর

করদাতাদের বকেয়া কর পরিশোধে উদ্বুদ্ধ করতে এবার হালখাতা উৎসব আয়োজন করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2017, 02:44 PM
Updated : 11 April 2017, 02:44 PM

‘বকেয়া আদায় নয়, পরিশোধ’ স্লোগানে আগামী বৃহস্পতিবার চৈত্র সংক্রান্তির দিনে রাজস্ব বোর্ডের অধীন সব আয়কর, ভ্যাট ও কাস্টমস অফিসের উন্মুক্ত প্রাঙ্গণে এ হালখাতার আয়োজন করা হবে বলে মঙ্গলবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, ১৪২৪ বাংলা নতুন বছরকে সামনে রেখে আয়োজিত এ উৎসবে করদাতা, অংশীজন, সমাজের গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ীসহ সর্বসাধারণকে এ উৎসবে আমন্ত্রণ জানানো হবে।

বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজস্ব সংস্কৃতির আদলে একটি গেট নির্মাণ ও অফিস সজ্জিত রাখা হবে।

দেশে তৈরি মিষ্টি, মোয়া- মুড়কি, বাতাসা ও স্থানীয় সুস্বাদু খাবার ইত্যাদির মাধ্যমে আপ্যায়নের ব্যবস্থা থাকবে। কর্মকর্তা-কর্মচারীরা আগত অতিথিদেরকে অভ্যর্থনা ও সম্মান জানাবেন।

অনুষ্ঠানে আয়কর, ভ্যাট ও কাস্টমস বিষয়ক টিভিসি প্রদর্শন করা হবে।

বিজ্ঞপ্তিতে রাষ্ট্রের সর্বক্ষেত্রে একটি রাজস্ব-বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার পরার্মশ দিয়ে সকল কর্মকর্তা কর্মচারী ও অংশীজনকে নববর্ষের শুভেচ্ছা জানান এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।

তিনি বলেন, “নববর্ষ বাংলার ঐতিহ্য। বাঙালি জাতির স্বাতন্ত্র্য ও সত্তার সাথে গভীরভাবে সম্পৃক্ত।

“এ বছর আমাদের অন্যতম উদ্ভাবন হল ‘হালখাতা’। ‘হালখাতা’ আমাদের গর্বিত বাংলা সংস্কৃতির অন্যতম ধারক। তাই বাঙ্গালির চিরায়ত এ উৎসবকে আমরা বকেয়া কর সংগ্রহের কাজে লাগাতে চাই।”