নতুন সাত বিদ্যুৎ কেন্দ্র হবে

দেশের সাত জেলায় নতুন সাতটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2017, 05:12 PM
Updated : 5 April 2017, 05:12 PM

জেলাগুলো হলো- রংপুর, ঠাকুরগাঁও, বগুড়া, চাঁদপুর, নারায়ণগঞ্জ, নোয়াখালী ও ফেনী।

সচিবালয়ে বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়।

রংপুরে ১১৩ মেগাওয়াট, ঠাকুরগাঁওয়ে ১১৫ মেগাওয়াট, বগুড়ায় ১১৩ মেগাওয়াট, চাঁদপুরে ১১৫ মেগাওয়াট, নারায়ণগঞ্জে ১০৪ মেগাওয়াট, নোয়াখালীর চৌমুহনীতে ১১৩ মেগাওয়াট ও ফেনীতে ১১৪ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে।

এই সব বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ হবে ১৫ বছর।

কুড়িগ্রামে বেসরকারি উদ্যোগে বাস্তবায়নের প্রক্রিয়ায় থাকা ‘ধরলা ৩০ মেগাওয়াট সোলার পার্ক’ প্রকল্পের ‘লেটার অব ইন্টেন্ট’ বাতিল করেছে মন্ত্রিসভা কমিটি।