ক্রেডিট কার্ডে মিলবে ২৫ লাখ টাকা ঋণ

ক্রেডিট কার্ড ও ব্যক্তিগত ঋণের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2017, 05:01 AM
Updated : 5 April 2017, 05:01 AM

নতুন নিয়মে ক্রেডিট কার্ডের বিপরীতে ব্যাংকগুলো কোনো ধরনের জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দিতে পারবে।

আর সহজে নগদ করা যায় এমন জামানত থাকলে ক্রেডিট কার্ডের বিপরীতে সর্বোচ্চ ২৫ লাখ টাকা ঋণ দেওয়া যাবে।

এতোদিন ক্রেডিট কার্ডের বিপরীতে জামানত ছাড়া সর্বোচ্চ পাঁচ লাখ টাকা এবং জামানত থাকলে সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ পাওয়া যেত। 

সেই সীমা বাড়িয়ে সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ।

ব্যক্তিগত ঋণসহ বিভিন্ন জিনিস কেনাকাটায় জামানতবিহীন ঋণসীমা তিন লাখ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে পাঁচ লাখ টাকা।

আর জামানত নিয়ে এখন থেকে গ্রাহককে ২০ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ দিতে পারবে ব্যাংকগুলো, যা এতেদিন ১০ লাখ টাকা ছিল।

বাংলাদেশ ব্যাংক এর আগে সর্বশেষ ২০০৪ সালে ক্রেডিট কার্ড ও ব্যক্তিগত ঋণসীমা নির্ধারণ করে দিয়েছিল।

দীর্ঘ সময়ে গ্রহকের চাহিদা বাড়ায় এবং ব্যাংকের হাতে থাকা অলস অর্থ বিনিয়োগে আনতেই ঋণসীমা বাড়ানো হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের ভাষ্য। 

ঝুঁকি বেশি হওয়ায় অন্যান্য ব্যাংক ঋণের তুলনায় ক্রেডিট কার্ডে গ্রাহককে সুদ দিতে হয় বেশি।

ব্যাংক ঋণে গড় সুদহার এখন এক অংকে নেমে এলেও ক্রেডিট কার্ডের ঋণে ১২ থেকে ৩০ শতাংশ পর্যন্ত সুদ আদায় করা হয়।