সুষ্ঠু নির্বাচন দিন, ভোট আপনিই পাবেন: হাসিনাকে নাজমুল হুদা

অনেক সাফল্য থাকলেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সফল নয় বলে মনে করেন বিএনপি ছেড়ে নতুন দল গড়া নাজমুল হুদা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2017, 05:09 PM
Updated : 3 April 2017, 05:09 PM

“আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না, দেশে গণতন্ত্র আছে। আপনি অন্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে সুষ্ঠু ভোট দিন, জনগণ আপনাকেই পুনরায় প্রধানমন্ত্রী করবে,” শেখ হাসিনার উদ্দেশে বলেছেন তিনি।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও ৩১দলীয় জাতীয় জোটের চেয়ারম্যান নাজমুল হুদা।

বিএনপি থেকে বহিষ্কৃত নাজমুল হুদা তার নতুন দল নিয়ে এখন ক্ষমতাসীন আওয়ামী লীগের জোটে ভেড়ার প্রক্রিয়ায় রয়েছেন।

তার আগের দল বিএনপি দাবি করে আসছে, শেখ হাসিনার শাসনে বাংলাদেশে গণতন্ত্রহীন অবস্থা পার করছে।

নাজমুল হুদাও বলেন, “শেখ হাসিনা সরকারের সাফল্যের পাশাপাশি কিছু দুর্বলতা আছে। আর এই দুর্বলতা হচ্ছে গণতন্ত্র।”

বিশ্বের ১৩৪টি দেশের পার্লামেন্ট সদস্যদের নিয়ে আইপিইউর সম্মেরন আয়োজনকে শেখ হাসিনা সরকারের ‘বড় সাফল্য’ হিসেবে দেখছেন তিনি।

শেখ হাসিনার সমালোচকদের উদ্দেশে নাজমুল হুদা বলেন, “দেশ তো ভালোই চলছে। যা হচ্ছে সেটাকে হতে দিন। যিনি (শেখ হাসিনা) করছেন তার হাতকে শক্তিশালী করুন। যারা সমালোচনা করছেন আমি তাদের বলব, আপনারা তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিন।”