বাজেটে ফ্ল্যাট-প্লট রেজিস্ট্রশন কর ৭ শতাংশ নির্ধারণের প্রস্তাব

আগামী বাজেটে ফ্ল্যাট ও প্লট রেজিস্ট্রশন সংশ্লিষ্ঠ কর ৭ শতাংশে নির্ধারণ করার প্রস্তাব জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2017, 04:24 PM
Updated : 3 April 2017, 04:24 PM

সোমবার ক্ষুদ্র, মাঝারি ও বৃহত্ শিল্প খাত সংশ্লিষ্ঠ সমিতি সংগঠনের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক-বাজেট আলোচনায় রিহ্যাবের পক্ষ থেকে এ প্রস্তাব তুলে ধরা হয়।  

২০১৭-১৮ সালের বাজেটকে সামনে রখে সোমবার প্রায় সাত থেকে আটটি সংগঠন লিখিত আকার তাদের বিভিন্ন প্রস্তাব এনবিআরের সামনে তুলে ধরে। সংগঠনগুলোর এসব প্রস্তাবের তালিকাও এনবিআরে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়।

এর মধ্যে রিহ্যাব ফ্ল্যাট ও প্লট রেজিস্ট্রশন সংশ্লিষ্ঠ কর ৭ শতাংশে নির্ধারণ করাসহ ১২ দফা দাবি পেশ করে।

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকার ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন বেশ কয়েক দফা দাবি তুলে ধরে।

তবে সংগঠনগুলোর পক্ষ থেকে আসছে অর্থবছর থেকে বাস্তবায়ন হতে যাওয়া ভ্যাট আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

প্রায় সবগুলো সংগঠন থেকে ঘুরে ফিরে ভ্যাট আইন বাস্তবায়নের ব্যাপারে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরে।

তবে নতুন ভ্যাট আইনটি বাস্তবায়ন হলে ব্যবসায়ীদের হয়রানি কমবে বলে বৈঠকে এনবিআরের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়।

এনবিআরের ঊধ্বর্তন কর্মকর্তাদের ভাষ্য, নতুন আইনে এনবিআর কর্মকর্তাদের হয়রানি করার সুযোগ কমে যাবে। এর ফলে ব্যবসায়ীরা ঘরে বসে এনবিআরে সরাসরি না এসে অনলাইনে ভ্যাট দিতে পারবে। এর ফলে বর্তমান কর দতাদের উপর করের ভার না বেড়ে নতুন করদাতা তৈরি হবে।