নারী উদ্যোক্তাদের ৯% সুদে ঋণ দেওয়ার নির্দেশ

ব্যবসা-বাণিজ্য ও উৎপাদনশীল শিল্প খাতে নারী উদ্যোক্তাদের জন্য ৯ শতাংশ সুদে ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2017, 01:47 PM
Updated : 3 April 2017, 01:51 PM

সোমবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়, তিনটি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোগে নারীদের জন্য দেওয়া ঋণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ৯ শতাংশের (ব্যাংক রেট + সর্বোচ্চ ৪ শতাংশ) বেশি হারে সুদ নিতে পারবে না।

স্মল এন্টারপ্রাইজ, কৃষিজাতপণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য মফস্বলভিত্তিক শিল্প স্থাপন এবং কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংক পরিচালিত পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এ ঋণ দেওয়া হবে।

এর আগে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় এসএমই ঋণ পেতে নারী উদ্যোক্তাদের ১০ শতাংশ (ব্যাংক রেট + ৫ শতাংশ) সুদ গুনতে হতো।

বেশ কয়েক মাস ধরে ব্যাংক খাতের সামগ্রিক সুদহার ১০ শতাংশের নিচে থাকলেও এসএমই ঋণ বিতরণ হচ্ছে ১১ থেকে ১৪ শতাংশ সুদে।

এখন থেকে নারী উদ্যোক্তাদের কাছ থেকে সর্বোচ্চ ৯ শতাংশ সুদ নেওয়া যাবে।

এদিকে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে গতিশীলতা আনতে রোববার আলাদা একটি সার্কুলার জারি করা হয়েছে, যাতে নতুন উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকার বেশি ঋণ দেওয়ার নির্দেশনা পালনে জোর দেওয়া হয়েছে।

এ ছাড়া নারী উদ্যোক্তাদের মধ্যে জামানতবিহীন ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নিয়ম মেনে চলতে অধিকতর গুরুত্ব দিতে বলা হয় ওই সার্কুলারে।