ক্ষুদ্র ও মাঝারি খাতে ঋণ দিতে তাগাদা

দেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতে ঋণ দেওয়ার গতি বাড়াতে তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2017, 09:09 AM
Updated : 3 April 2017, 09:13 AM

রোববার এসএমই অর্থায়ন সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।

এতে কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় নারী উদ্যোক্তাদের ব্যক্তিগত গ্যারান্টিকে জামানত হিসেবে বিবেচনা করে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার আগের নির্দেশনা বাস্তবায়নে জোর দেওয়া হয়।

কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতের নারী উদ্যোক্তাদের অর্থায়ন পাওয়ার বিষয়টি আরও সহজ করতে বলা হয়েছে নির্দেশনায়।

এসব খাতে পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় নতুন উদ্যোক্তাদের উদ্যোগের প্রকৃতি এবং উৎপাদিত পণ্য ও সেবার বাজার বিবেচনা করে ব্যাংকার-কাস্টমার সম্পর্কের ভিত্তিতে সহায়ক জামানতবিহীন প্রয়োজনে ১০ লাখ টাকার অধিক ঋণ বিতরণ করার কথা স্মরণ করিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

অবিলম্বে এ নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।