আট মাসে এলসি বেড়েছে ১৩ শতাংশ

পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খোলার পরিমাণ বাড়ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2017, 02:01 PM
Updated : 27 March 2017, 03:00 PM

চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বিভিন্ন পণ্য আমদানির জন্য মোট ৩ হাজার ১২৩ কোটি ৯৩ লাখ (৩১.২৩ বিলিয়ন) ডলারের এলসি খোলা হয়েছে।

এই অংক গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ২৮ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংক আমদানি সংক্রান্ত যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, জুলাই-ফেব্রুয়ারি সময়ে খাদ্যপণ্য (চাল ও গম) আমদানির এলসি ১৬ দশমিক ২৮ শতাংশ।

শিল্পের প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারি) আমদানির এলসি বেড়েছে ১৩ দশমিক ৩৫ শতাংশ।

জ্বালানি তেলের বেড়েছে প্রায় ২০ শতাংশ।

শিল্পের কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খোলার পরিমাণ বেড়েছে ৪ দশমিক ১ শতাংশ।

এই আট মাসে অন্যান্য পণ্য আমদানির এলসি খোলার পরিমাণ বেড়েছে ২১ শতাংশের মতো।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে ২ হাজার ৯৮৪ কোটি ৫৬ লাখ (২৯.৮৪ বিলিয়ন) ডলারের এলসি নিষ্পত্তি হয়েছে, যা ২০১৫-১৬ অর্থবছরের চেয়ে ১১ দশমিক ১৩ শতাংশ বেশি।

গত অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে এলসি খোলার পরিমাণ আগের বছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ৬৭ শতাংশ কমেছিল। তবে এলসি নিষ্পত্তির পরিমাণ ৫ দশমিক ৫৮ শতাংশ বেড়েছিল।