ট্রানজিট দেওয়া হয়নি কাউকে: অর্থমন্ত্রী

বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট সুবিধায় কোনো দেশকে পণ্য পরিবহনের সুযোগ এখনও দেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2017, 01:22 PM
Updated : 5 March 2017, 01:22 PM

রোববার সংসদে সরকারদলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী একথা জানান।

বাংলাদেশের মধ্য দিয়ে এর মধ্যে ভারতে পণ্য পরিবহন হয়েছে, যা ট্রানজিট হিসেবে দেখে তার বিরোধিতাও করছেন অনেকে।

মুহিত বলেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড’র (পিআইডব্লিউটিটি)’ আওতায় ট্রান্সশিপমেন্ট সুবিধায় ভারত হতে পণ্য পরিবাহিত হয়।”

এছাড়া চার দেশীয় যান চলাচল চুক্তির আওতায় পরীক্ষামূলকভাবে আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতের ত্রিপুরায় ইতোমধ্যে গেছে পণ্যবোঝাই ট্রাক। অবকাঠামো ব্যবহার করতে দেওয়ার জন্য মাশুলও নিয়েছে বাংলাদেশ।

অর্থনীতির প্রপঞ্চ ট্রানজিট বরাবরই বাংলাদেশের রাজনীতিতে আলোচিত বিষয়। বাংলাদেশের তিন দিকে ভারত; দেশটি বাংলাদেশের ভেতর দিয়ে তার এক অংশ থেকে অন্য অংশে পণ্য নিতে আগ্রহী।

ভারতকে ট্রানজিট কিংবা ট্রান্সশিপমেন্ট দেওয়ার বিরোধী বিএনপি। দলটির দাবি, এতে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হতে পারে।