মংলার ‘হোটেল পশুর’ হবে তিন তারকা

বাগেরহাটের মংলায় পর্যটন করপোরেশনের মালিকানাধীন ‘হোটেল পশুর’কে ‘তিন তারকা’ মানে উন্নীত করতে একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2017, 02:14 PM
Updated : 1 March 2017, 02:14 PM

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

পর্যটন করপোরেশনের তথ্য অনুসারে, মংলা বাস স্ট্যান্ডে ওই হোটেলে বর্তমানে সাতটি নন এসি টুইন বেড এবং নয়টি এসি টুইন বেড রয়েছে।

সুন্দরবনের কোল ঘেঁষে ১৯৫০ সালে মংলা বন্দর চালু হলেও বিদেশিদের থাকার জন‌্য তিন বা পাঁচ তারকা মানের কোনো হোটেল সেখানে নেই।

পর্যটন করোপরেশনের হোটেল পশুরই ওই এলাকায় ‘ভালো হোটেল’ হিসাবে পরিচিত।

বাগেরহাটের রামপালে প্রস্তাবিত কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলে এই অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব আরও বাড়বে বলেই সরকারের কর্মকর্তাদের ধারণা।

অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান, বুধবারের সভায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের জন‌্য দুটি হাইড্রোলিক এলিভেটর ড্যাম (এইচডি) ‘সরাসরি ক্রয় পদ্ধতিতে’ কেনার প্রস্তাবেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।