‘বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে’

ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ায় বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগের অনেক সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন লন্ডনের ব্রেন্ট শহরের মেয়র পারভেজ আহমদ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2017, 12:20 PM
Updated : 11 Jan 2017, 12:20 PM

ব্রিটেনের সব খাতেই জনবল ঘাটতি থাকার কথা জানিয়ে বাংলাদেশ থেকে খাত অনুযায়ী দক্ষ জনবল পাঠানোর পরামর্শ দিয়েছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র।

সচিবালয়ে বুধবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে সৈজন্য সাক্ষাৎ শেষে পারভেজ সাংবাদিকদের বলেন,

“আজ হোক, কাল হোক এটা (বেক্সিট) হবে। আমরা বাংলাদেশ থেকে কীভাবে বেনিফিট নিতে পারি, ব্রিটিশ বাংলাদেশি যারা আছেন আমরা কীভাবে বাংলাদেশ থেকে বেনিফিট পেতে পারি তা খুঁেজে বের করতে হবে। সেটা করতে গেলে সঠিক সময়ে সঠিক কাজটা না করলে পেছনে পড়ে যাব।”

পারভেজ বলেন, “ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বের হয়ে এলে বাংলাদেশে ইনভেস্টমেন্টের অনেক অপরচুনিটি আছে।”

বাংলাদেশে বিনিয়োগে ছোটখাট সমস্যাগুলো সমাধানেও গুরুত্বারোপ করেন তিনি।

যুক্তরাজ্যে বাংলাদেশি প্রবাসীদের ভালো সেবা দেওয়া নিয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে পারভেজ বলেন, “প্রবাসীদের ভালো সেবা দিতে গেলে বাংলাদেশেরও সহযোগিতা দরকার। ব্রিটেনে আমরা যারা আছি তাদেরও সহযোগিতা দরকার। ব্রিটেনে বাংলাদেশের যে হাই কমিশন আছে তাদেরও সাহায্য দরকার।

“আমাদের (বাংলাদেশের) সার্ভিসগুলো ইমপ্রুভ করতে হবে। এটা করতে গেলে রাইট পারসনকে রাইট জবে দিতে হবে।”

তথ্যমন্ত্রী ইনু বলেন, “যেসব বাংলাদেশির ব্রিটেনের নাগরিকত্ব আছে তারা বাংলাদেশেরও সম্মানিত নাগরিক। বাংলাদেশের সমস্যা ও যুক্তরাজ্যের সমস্যা তাদেরও সমস্যা, আমাদেরও সমস্যা। এই সমস্যাগুলো সমাধান করার জন্য মেয়র পারভেজ আহমেদের সফর সাহায্য করবে।”

যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশিদের শিক্ষা, চাকরি ও বিনিয়োগের সমস্যা দেখাটা গুরুত্বপূর্ণ দায়িত্ব বলেও মত দেন ইনু।

বৈঠকের সময় তথ্য সচিব মরতুজা আহমদ উপস্থিত ছিলেন।