নভেম্বরে মূল্যস্ফীতি কমেছে

গত মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার আগের মাসের তুলনায় কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2016, 01:06 PM
Updated : 6 Dec 2016, 05:38 PM

২০১৬-১৭ অর্থবছরের নভেম্বরে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৩৮ শতাংশ, যা আগের মাসে ছিল ৫ দশমিক ৫৭ শতাংশ।

মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে।

এই তথ্য শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, পর্যাপ্ত সরবরাহের কারণে নভেম্বরে চাল, ডাল, শাক-সবজি, পেঁয়াজ ও রসুনসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমে আসায় মূল্যস্ফীতি কমেছে।

“চলতি অর্থবছরে সাধারণ মূল্যস্ফীতি সাড়ে ৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারব বলে আশা করছি।”

নভেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৫৭ শতাংশ।

এর মধ্যে খাদ্য খাতে মূল্যস্ফীতি কিছুটা কমে হয়েছে ৫ দশমিক ৪১ শতাংশ। খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কমে ৫ দশমিক ৩৩ শতাংশে নেমেছে।

গত মাসে গ্রামাঞ্চলেও সাধারণ মূল্যস্ফীতি কিছুটা কমে হয়েছে ৪ দশমিক ৭৫ শতাংশ, যা অক্টোবরে ছিল ৪ দশমিক ৮৭ শতাংশ।

এর মধ্যে খাদ্য খাতের মূল্যস্ফীতি কমে ৪ দশমিক ৮৩ শতাংশ ও খাদ্য বহির্ভূত খাতে কমে দশমিক ৬০ শতাংশে নেমেছে।

অপরদিকে নভেম্বরে শহরে সাধারণ মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৫৬ শতাংশে নেমেছে, যা আগের মাসে ছিল ৬ দশমিক ৮৭ শতাংশ।

এর মধ্যে খাদ্য খাতের মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৭৪ শতাংশ ও খাদ্যবহির্ভূত খাতের মুল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৫ শতাংশে নেমেছে।