কাজে যোগ দিয়েছেন ডেপুটি গভর্নর মনিরুজ্জামান

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে যোগ দিয়েছেন এস এম মনিরুজ্জামান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2016, 12:13 PM
Updated : 5 Dec 2016, 12:13 PM

সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত মনিরুজ্জামানকে গত ৩০ নভেম্বর ডেপুটি গভর্নর পদে নিয়োগ দেয় সরকার।

বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনায় গভর্নর আতিউর রহমান সরে দাঁড়ানোর পর ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও আবুল কাশেমকে অব্যাহতি দেয় সরকার। এদের ফাঁকা পদ পূরণে গত ২৭ মার্চ বিজ্ঞাপন দিয়েছিল অর্থ মন্ত্রণালয়।

পরে ডেপুটি গভর্নর নিয়োগে অর্থ মন্ত্রণালয় গঠিত সার্চ কমিটি তিনজনের প্যানেল তৈরি করে। কিন্তু এই প্যানেলে থাকা দুজনের নামে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগের পর দুদক তদন্ত নামলে প্যানেলটি বাতিল করে দেওয়া হয়।

পরবর্তীতে কাজী খলীকুজ্জমান আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের সার্চ কমিটি ডেপুটি গভর্নর নিয়োগের জন্য পাঁচজনের একটি প্যানেল তৈরি করে অর্থ মন্ত্রণালয়ে পাঠায়।

অর্থ মন্ত্রণালয় ডেপুটি গভর্নর পদে এস এম মনিরুজ্জামানকে নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠালে তিনি তা অনুমোদন করেন।