‘ভালো কাজে’ এনবিআর’র ৯৯ জনকে পদোন্নতি

‘ভালো কাজের’ স্বীকৃতি হিসেবে ৯৯ জন কর পরিদর্শককে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সহকারী কর কমিশনার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2016, 05:53 PM
Updated : 1 Dec 2016, 05:53 PM

এদের মধ্যে ৭২ জন অতিরিক্ত সহকারী কর কমিশনার পদে চলতি দায়িত্বে ছিলেন বলে বৃহস্পতিবার রাতে এনবিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, ‘ভালো কাজের’ স্বীকৃতি এবং করদাতাদের সেবা বাড়ানোর লক্ষ্যে এই পদোন্নতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, “দেশব্যাপী আয়কর মেলা, আয়কর সপ্তাহ এবং আয়কর দিবস-২০১৬ কে সফল করার জন্য কর বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ অক্লান্ত পরিশ্রম করেছেন।

“এজন্য আমি তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। পাশাপাশি ‘সুশাসন ও উন্নততর ব্যবস্থাপনা পদ্ধতি’র আওতায় কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতিসহ অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।”

তারই ধারাবাহিকতায় কর বিভাগের ৯৯ জনকে অতিরিক্ত সহকারী কর কমিশনার পদে পদোন্নতি দেওয়া হয়েছে জানিয়ে নজিবুর বলেন, “আশা করছি, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা আরও অধিক উৎসাহ, আগ্রহ ও আন্তরিকতার সঙ্গে রাজস্ব আহরণের কাজে মনোনিবেশ করতে পারবেন।”