অগাস্টে মূল্যস্ফীতি কমে ৫.৩৭%

চলতি অর্থবছরের দ্বিতীয় মাসে বাংলাদেশের সাধারণ মূল্যস্ফীতি কমেছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2016, 09:12 AM
Updated : 6 Sept 2016, 01:35 PM

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরের অগাস্টে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৩৭ শতাংশ, যা আগের অর্থবছরের একই মাসে ছিল ৬ দশমিক ১৭ শতাংশ।

আর চলতি বছরের জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৪০ শতাংশ।

রাজধানীর শেরেবাংলা নগরে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিবিএসের এই তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী।

অগাস্টে খাদ্য খাতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৪ দশমিক ৩০ শতাংশ, যা আগের মাসে ছিল ৪ দশমিক ৩৫ শতাংশ এবং আগের বছরের অগাস্টে ছিল ৬ দশমিক ০৬ শতাংশ।

এদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি আগের মাসের (৬ দশমিক ৯৮ শতাংশ) চেয়ে কিছুটা বেড়ে অগাস্টে ৭ শতাংশ হয়েছে, যা আগের বছরের অগাস্টে ছিল ৬ দশমিক ৩৫ শতাংশ।

অগাস্ট পর্যন্ত একবছরের গড় মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৭৭ শতাংশ, যা তার আগের এক বছরে (সেপ্টেম্বর ২০১৪- অগাস্ট ২০১৫) ৬ দশমিক ২৯ শতাংশ ছিল।

খাত

অগাস্ট ২০১৫

জুলাই ২০১৬

অগাস্ট ২০১৬

সাধারণ

৬.১৭%

৫.৪০%

৫.৩৭%

খাদ্য

৬.০৬%

৪.৩৫%

৪.৩০%

খাদ্য বহির্ভূত

৬.৩৫%

৬.৯৮%

৭%

শহর

৬.৯৪%

৭%

৭.১৫%

গ্রাম

৫.৭৬%

৪.৫৪%

৪.৪১%

শহরাঞ্চলে মূল্যস্ফীতি বৃদ্ধির কারণ জানতে চাইলে বিবিএস পরিচালক আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে বলেন, “শহরে বাড়ি ভাড়া, পরিধেয় বস্ত্র, পরিবহন ও গৃহস্থালী পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।”