সাগরে খনিজ অনুসন্ধান দরপত্র মূল্যায়নে আইনমন্ত্রী

বাংলাদেশের সমুদ্রসীমায় ভূ-গঠন এবং তেল-গ্যাস পাওয়ার সম্ভাবনা সম্পর্কে ধারণা লাভে জরিপ পরিচালনায় পেট্রোবাংলার আন্তর্জাতিক দরপত্র মূল্যায়নের যথার্থতা যাচাইয়ে একটি কমিটি করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2016, 02:18 PM
Updated : 27 August 2016, 03:45 PM

আইনমন্ত্রীকে প্রধান করে মন্ত্রিপরিষদ বিভাগ পাঁচ সদস্যের এই কমিটি গঠনের আদেশ প্রকাশ করেছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান এবং সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিকাল ইউনিটের মহাপরিচালককে কমিটির সদস্য করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, বাংলাদেশের সমুদ্র এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে সমুদ্র এলাকার ভূ-গঠন এবং তেল-গ্যাস প্রাপ্তির সম্ভাবনা সম্পর্কে ধারণা লাভে জরিপ (নন এক্সক্লুসিভ সার্ভে বা মাল্টি-ক্লায়েন্ট সিসমিক সার্ভে) পরিচালনায় পেট্রোবাংলার আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্র মূল্যায়নের যথার্থতা যাচাই করে এ কমিটি যত দ্রুত প্রতিবেদন দাখিল করবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই কমিটিতে সাচিবিক সহায়তা দেবে।