পানি শোধনাগার স্থাপনে এডিবির সঙ্গে চুক্তি

রাজধানীতে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতে ২৭ কোটি ৫০ লাখ ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2016, 11:27 AM
Updated : 17 July 2016, 11:27 AM

রোববার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার এবং এডিবির মধ্যে এ সংক্রান্ত একটি ঋণ চুক্তি হয়।

‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ প্রকল্প বাস্তবায়নে এডিবি এই অর্থ সহায়তা দেবে, যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা।

অনুষ্ঠানে জানানো হয়, ৫ বছরের রেয়াতকালসহ ২০ বছরে লন্ডনের আন্তঃব্যাংক সুদহার (লাইবর) অনুযায়ী ২ শতাংশের বেশি সুদে এই ঋণ পরিশোধ করতে হবে।

চুক্তিতে বাংলাদশে সরকাররে পক্ষে অর্থনৈতিক সম্পর্কবিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং এডিবির আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুচি সই করেন।

মেজবাহউদ্দিন বলেন, “রাজধানীবাসীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।”

প্রকল্পের মাধ্যমে যে পানি সরবরাহ করা হবে তাতে ঢাকা মহানগরীতে পানিবাহিত রোগ কমে আসবে বলেও তার আশা।

মেহবাহউদ্দিন জানান, এর বাইরে ঢাকা ওয়াসার সাতটি জোনে পানি সরবরাহ নেটওয়ার্ক শক্তিশালী করা হবে এবং প্রতিষ্ঠা করা হবে ৮২টি  ডিসট্রিক মিটারিং এরিয়া।