মূল্যস্ফীতিতে প্রত্যাশা পূরণ

সদ্য সমাপ্ত অর্থবছরে বাংলাদেশে গড় মূল্যস্ফীতির হার ৬ শতাংশের নিচে ধরে রাখা সম্ভব হয়েছে, যার মধ্য দিয়ে পূরণ হয়েছে বাজেটের প্রত্যাশা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2016, 07:17 AM
Updated : 12 July 2016, 12:06 PM

২০১৫-১৬ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৯২ শতাংশে নেমেছে, যা আগের অর্থবছরে ছিল ৬ দশমিক ৩৫ শতাংশ।

মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদনে মূল্যস্ফীতির এই তথ্য প্রকাশ করা হয়। 

সকালে শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে তা সাংবাদিকদের সামনে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মূল্যস্ফীতির এই হার গত অর্থবছরের বাজেটের লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা ওপরে থাকলেও তা প্রত্যাশার মধ্যেই রয়েছে।

২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৬ শতাংশের নিচে ধরে রাখার প্রত্যাশায় গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশ ধরেছিলেন।

এদিকে অর্থ বছরের শেষ মাস জুনে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতির হার কিছুটা বেড়ে ৫ দশমিক ৫৩ শতাংশে উঠেছে, যা আগের মাসে ছিল ৫ দশমিক ৪৫ শতাংশ।

এর মধ্যে জুনে খাদ্য খাতের মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ২৩ শতাংশে, যা মে মাসে ছিল ৩ দশমিক ৮১ শতাংশ।

তবে খাদ্য বর্হিভূতপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৫০ শতাংশে, যা আগের মাসে ছিল ৭ দশমিক ৯২ শতাংশ।

জুনে মূল্যস্ফীতি বৃদ্ধির কারণ হিসেবে মুস্তফা কামাল বলেন, রমজান মাস ও ঈদকে কেন্দ্র করে খাদ্যপণের দাম বাড়ায় সাধারণ মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।

গ্রামে সাধারণ মূলস্ফীতি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৬৩ শতাংশে। মে মাসে গ্রামে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৪ দশমিক ৫৯ শতাংশ।

গত অর্থবছরের শেষ মাসে গ্রামে খাদ্য খাতে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৪৪ শতাংশে, যা আগের মাসে ছিল ৩ দশমিক ০৮ শতাংশ।

তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭৯ শতাংশে, যা মে মাসে ছিল ৭ দশমিক ৩২ শতাংশ।

জুনে শহরে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ২৩ ভাগ, যা মে মাসে ছিল ৭ দশমিক ০৬ শতাংশ।

শহরে খাদ্য খাতে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে হয়েছে ৬ দশমিক ০৬ শতাংশ, যা মে মাসে ছিল ৫ দশমিক ৫ শতাংশ।

খাদ্য বহির্ভূত খাতে শহরে মূল্যস্ফীতি কিছুটা কমে হয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ, যা আগের মাসে ছিল ৮ দশমিক ৭৬ শতাংশ।

বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, গেল মাসে মজুরি বাড়ার হার ৬ দশমিক ১০ ভাগ, যা মেতে ছিল ৬ দশমিক ০৭ শতাংশ।