প্রতিরক্ষায় বরাদ্দ বাড়ছে ৪ হাজার কোটি টাকা

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য নতুন অর্থবছরে যে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে তা চলতি অর্থবছরের মূল বরাদ্দের চেয়ে প্রায় ৪ হাজার কোটি টাকা বেশি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2016, 04:11 PM
Updated : 2 June 2016, 04:11 PM

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য প্রায় ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেন।

এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ২২ হাজার ১৩০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেন তিনি।

প্রস্তাবিত এই বরাদ্দ চলতি অর্থবছরের পাস হওয়া বরাদ্দের চেয়ে ৩ হাজার ৭৪৭ কোটি এবং সংশোধিত বরাদ্দের চেয়ে ১ হাজার ৪৩৬ কোটি টাকা বেশি।

বিদায়ী অর্থবছরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ১৮ হাজার ৩৮৩ কোটি টাকা । সংশোধিত বাজেটে তার আকার বেড়ে দাঁড়ায় ২০ হাজার ৬৯৪ কোটি টাকা।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, “সেনা, নৌ, বিমান ও সীমান্ত রক্ষায় নিয়োজিত বাহিনীর সামর্থ্য ও কার্যক্ষমতা বৃদ্ধি এবং এসব বাহিনীর অধুনিকায়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”