পর্যটন খাত পাচ্ছে ১০০ কোটি টাকা

প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে পর্যটন খাতের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2016, 04:02 PM
Updated : 2 June 2016, 04:02 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন।

চলতি অর্থবছরে (২০১৫-১৬) বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে বরাদ্দ আগের অর্থবছরের চেয়ে প্রায় দ্বিগুণ বাড়িয়ে ৩৭২ কোটি টাকা বরাদ্ধের প্রস্তাব করা হয়েছিল।

আগের অর্থবছর এ বরাদ্দ ছিল ১৪৭ কোটি টাকা।

পর্যটন খাতে বরাদ্দের যৌক্তিকতার কথা তুলে ধরে মুহিত বলেন, “আন্তর্জাতিক ক্ষেত্রে পর্যটনশিল্পের প্রচার ও বিপণন, স্থানীয় পর্যায়ে পর্যটনশিল্প সম্পর্কে সচেতনতা তৈরি ও পর্যটন স্পটগুলোর উন্নয়নে প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে।

“সেজন্য এই বাজেটে একশ’ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।”

বক্তব্যে অর্থমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) উদ্যোগে কক্সবাজার পর্যটন ও বিনোদন ভিলেজ, আন্তর্জাতিকমানের ট্যুরিজম কমপ্লেক্স ও সিলেটে পাঁচ তারকা মানের হোটেলসহ অন্যান্য সুবিধা নির্মাণে উদ্যোগ গ্রহণ করার কথাও জানান।