ন্যূনতম কর ৩ হাজার টাকাই

নতুন বাজেটে ন্যূনতম কর ৩ হাজার টাকাই রাখছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2016, 12:55 PM
Updated : 2 June 2016, 12:55 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের যে বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন তাতে তিনি এই ঘোষণা দিয়েছেন।

অর্থমন্ত্রী তার বাজেট প্রস্তাবে ন্যূনতম কর প্রসঙ্গে বলেন, বিদ্যমান আইনে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এবং সিটি করপোরেশনের বাইরের অন্যান্য এলাকার কোম্পানি করদাতা ব্যতীত অন্যান্য করদাতাদেরকে যথাক্রমে ৫ হাজার, ৪ হাজার এবং ৩ হাজার  টাকা ন্যূনতম কর পরিশোধ করতে হবে।

“অঞ্চলভিত্তিক ন্যূনতম করের এ হার বহাল রাখার প্রস্তাব করছি।”