করমুক্ত আয় সীমা আগের মতোই

আগামী অর্থবছরেও ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা আগের মতো আড়াই লাখ টাকা থাকছে।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2016, 11:16 AM
Updated : 2 June 2016, 11:16 AM

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের যে বাজেট প্রস্তাব করেছেন, এই সীমা অপরিবর্তিত রাখার কথা বলা হয়।

বাজেট বক্তৃতায় মুহিত বলেন, “গত বছরে করমুক্ত আয়ের সীমা ছিল ২ লাখ ৫০ হাজার টাকা এবং বিভিন্ন ধরনের করদাতাদের জন্য এ সীমার কিছু পরিবর্তন করার সুযোগ ছিল। আগামী বছরে এ করহারে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।”

ফলে সাধারণ করদাতা শ্রেণির করমুক্ত আয়সীমা ২ লাখ ৫০ হাজার টাকার পাশাপাশি নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সীদের করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা; প্রতিবন্ধীদের করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা এবং মুক্তিযোদ্ধাদের জন্য তা ৪ লাখ ২৫ হাজার টাকা থাকছে।

বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছিল। সাধারণ ব্যক্তি শ্রেণির ক্ষেত্রে করমুক্ত আয়সীমা ২ লাখ ২০ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার টাকা করা হয়।