বাজেট উপস্থাপনে ‘সাত মিনিটের ভিডিও’

নতুন অর্থবছরের বাজেট উপস্থাপনে এবার দেখা যাবে আধুনিকতার ছোঁয়া; বক্তৃতার আগে ভিডিও চিত্রে উঠে আসবে সরকারের সার্বিক সাফল্য।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2016, 03:59 PM
Updated : 31 May 2016, 03:59 PM

বুধবার শুরু হচ্ছে বাজেট অধিবেশন; আর দশম বারের মতো এই বাজেট দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী মুহিতই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ধারা শুরু করেছিলেন।

বৃহস্পতিবার যে বাজেট আসছে তাতে ভিডিও চিত্রের নতুনত্ব শুরুর প্রক্রিয়াটিও তার ইচ্ছাতেই হচ্ছে বলে এক চিঠিতে জানানো হয়েছে।

রোববার অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব উর্মি তামান্না স্বাক্ষরিত সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর দেওয়া হওই চিঠিতে বলা হয়, ২ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী জাতীয় বাজেট ২০১৬-১৭ উপস্থাপনের আগে সরকারের সামগ্রিক সাফল্য তুলে ধরে সাত মিনিটের একটি ভিডিও ক্লিপিংস উপস্থাপন করা হবে।

চিঠিতে ক্লিপিংস দেখানোর ব্যবস্থা করতে সংসদ সচিবালয়কে অনুরোধ করা হয়েছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এবারের বাজেটের আকার তিন লাখ ৪০ হাজার কোটি টাকার বেশি হবে।