শিক্ষায় ২৫% বরাদ্দের দাবিতে অর্থমন্ত্রীকে স্মারকলিপি

জাতীয় বাজেটে শিক্ষাখাতে ২৫ শতাংশ বরাদ্দের দাবিসহ ৬ দফা দাবিতে অর্থমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2016, 03:48 PM
Updated : 31 May 2016, 03:48 PM

মঙ্গলবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি অর্থ মন্ত্রণালয়ে গিয়ে এই স্মারকলিপি দিয়ে আসেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাম ছাত্র সংগঠনটি।

তাদের দাবির মধ্যে রয়েছে- সামরিক খাতসহ সব অনুৎপাদনশীল খাতে বরাদ্দ হ্রাস, কালোটাকা বাজেয়াপ্ত করে শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানো, শিক্ষার বেসরকারি ও বণিজ্যিকীকরণ বন্ধ, সরকারি উদ্যোগে পর্যাপ্ত প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও উচ্চমাধ্যমিক কলেজ নির্মাণ এবং প্রত্যেক জেলায় পূর্ণাঙ্গ ও স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।

স্মারকলিপি দেওয়ার প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, দপ্তর সম্পাদক শ্যামল বর্মন, অর্থ সম্পাদক রোখসানা আফরোজ আশা ও প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন প্রমুখ।